আশা

দেবতা জিউস একবার মানুষের জীবনের যা কিছু ভাল তার সবটুকু একটা পাত্রে পুরে তার ওপর একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা লোকের হেফাজতে রাখলেন।

এদিকে সেই লোকটার খুব কৌতূহল হল পাত্রের ভিতর কি আছে তা দেখবার জন্যে। লোকটি তখন পাত্রের ওপরের ঐ ঢাকনাটা খুলে দেখতে গেল ওর মধ্যে কি আছে।

সঙ্গে সঙ্গে পাত্রের সব কিছু উড়ে মর্ত্য থেকে স্বর্গে চলে গেল। তলায় পড়ে রইল শুধু আশা। কারণ লোকটা সবকিছু উড়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি পাত্রের মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছিল।

উপদেশ: আশা নিয়েই মানুষ বেঁচে আছে।