ইঁদুর ও নেউলের গল্প

একদা এক দেশে একদল নেউল বাস করতো। সেই দেশেই একদল ইঁদুরও বাস করতো। কিন্তু ওদের মধ্যে শান্তি ছিল না।

সবসময় ওদের মধ্যে কলহ আর মারামারি লেগেই থাকতো। মারামারিতে প্রায়ই ইঁদুরের দল নেউলদের দলের কাছে হেরে ভূত হতো৷

ইঁদুরের দল এই পরাজয়ের কারণ খুঁজে বার করার জন্যে এক জরুরি সভা ডাকলো। সেই সভায় ছোট বড়, প্রবীণ ও অভিজ্ঞ সব ইঁদুরই উপস্থিত ছিল।

অবশেষে সভায় স্থির সিদ্ধান্ত হল, তাদের দলে কোনো সর্দার নেই বলে তাদের বার বার হেরে যেতে হচ্ছে।

এই সভাতেই ইঁদুর দলকে বিভিন্ন বিভাগে ভাগ করে কয়েকজন জোয়ান তাগড়া ইঁদুরকে সেই সেই ভাগের সর্দার নির্বাচন করা হল।

কিন্তু সব ইঁদুরই তো একরকম দেখতে! তাই দলের সর্দারকে সাধারণ ইঁদুররা চিনবে কি করে? অনেক ভেবে-চিন্তে কিছু কিছু শিং তৈরি করা হল। আর সেই শিংগুলি এঁটে দেওয়া হল সর্দারদের মাথায়৷

এরপর আবার যখন নেউলদের সঙ্গে ইঁদুরদের খুব বড় একটা লড়াই বেধে গেল তখন সেই লড়াইয়েও নেউলদের তাড়া খেয়ে বহু ইঁদুর হতাহত হয়ে পালিয়ে প্রাণ বাঁচালো।

অন্যসব ইঁদুর চটপট করে তাদের গর্তে ঢুকে পড়ে প্রাণ বাঁচিয়ে ফেলল। কিন্তু যেসব সর্দার ইঁদুরদের মাথায় শিং লাগানো ছিল তারা ঐ শিং-এর জন্যে গর্তে ঢুকতে পারলো না।

ফলে নেউলেরা এসে তাদের অনায়াসে হত্যা করল।

উপদেশ: নিজেদের ক্ষমতা সম্পর্কে অতি উচ্চধারণা বিপদ ডেকে আনে।