এক ব্যাধ ও পোষা পায়রা

একদা এক ব্যাধ ছিল। সে একবার বনে জাল ফেলল আর সেই জালে ব্যাধটি বেঁধে রেখেছিল কয়েকটা পোষা পায়রা।

ব্যাধটি একটু দূরে আড়ালে দাঁড়িয়ে লক্ষ্য করছিল কোনো বুনো পায়রা তার জালে ধরা পড়ে কি না। কিছুক্ষণের মধ্যেই কয়েকটা পায়রা এসে ধরা পড়ল তার সেই জালে।

ব্যাধ ছুটে এসে যেই না বুনো পায়রাদের ধরতে আরম্ভ করলো অমনি তারা ব্যাধের পোষা পায়রাদের তিরস্কার করে বলতে লাগলো-

“ছিঃ ছিঃ ছিঃ! আমাদের জাতভাই হয়েও, আমরা ফাঁদে পা দেবার আগে তোমরা আমাদের সমাধান করে দিতে পারলে না?”

পোষা পায়রাগুলি তখন বললো, “আরে ভাই, আমাদের মত তোমাদের যদি অবস্থা হতো তা হলে বুঝতে। জাতভাইদের সাবধান করার চেয়ে মনিবের মন জোগানো আমাদের বেশি প্রয়োজন।”

উপদেশ: ক্রীতদাসদের দরদ দেখানো শোভা পায় না।