এক শূকরী ও এক কুকুরী

একদা এক কুকুরী ও এক শূকরীর মধ্যে প্রচণ্ড তর্কাতর্কি চলছিল। তর্কটা হচ্ছিল এই নিয়ে যে কার বাচ্চা সহজেই ভূমিষ্ঠ হয়।

কুকুরীটি বলল, “শুনে রাখো—যত চারপেয়ে জন্তু আছে তাদের মধ্যে সবার চেয়ে বেশি সহজে এবং জলদি আমার পেট থেকে বাচ্চা বেরোয়।”

শূকরীটিও সহজে ছাড়বার পাত্রী নয়। সেও চুপ করে থাকতে পারল না। সে আরও এক ধাপ গলা চড়িয়ে বলল-

“তা বেশ তো, ভাল কথা, কিন্তু একথা তুমি অস্বীকার করতে পার না, তোমাদের বাচ্চাদের তখন চোখ ফোটে না, তারা কিছুই দেখতে পায় না। ঐ বাচ্চাদের বড়ই কষ্ট হয়। আর তোমার সব বাচ্চাগুলো বাঁচেও না।

তাই তাড়াতাড়ি এরকম বাচ্চার জন্ম দিয়ে কী লাভ হয় তোমার?”

উপদেশ: হেলাফেলার কাজ নিখুঁত হয় না।