এক যে ছিল চাষী। তার গোয়াল ঘরে অনেকগুলি গরু ছিল। চাষীটি চাষবাস করে আর গরুর দুধ বিক্রি করে বেশ ভালভাবেই সংসার চালাতো।
একদিন হয়েছে কি; চাষীর গোয়াল ঘরে এক সিংহ ঢুকে পড়েছিল। চাষী সিংহটাকে ধরবার জন্যে গোয়াল ঘরের দরোজায় শিকল তুলে দিল।
এদিকে সিংহটি যখন দেখল বন্ধ ঘর থেকে তার পালাবার কোনো উপায় নেই, তখন সে ভয়ঙ্কর গর্জন করতে করতে গোয়ালের গরুগুলির প্রাণসংহার করতে শুরু করল।
চাষী যখন বুঝল সিংহকে সে ধরতে পারছে না, আর মাঝখান থেকে শুধু তার গরুগুলি মারা পড়ছে তখন সে তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দিল। সঙ্গে সঙ্গে সিংহটি ছুটে বেরিয়ে গেল।
চাষী বউ এবার চাষীর কাছে এসে জিজ্ঞাসা করল, “ব্যাপার কি, এত গোলমাল কীসের?”
চাষী সব ব্যাপারটা তার বউকে খুলে বলল। চাষীর বউ অমনি বলে উঠল- “যেমন তোমার বুদ্ধি, যে জন্তুকে দূরে দেখলে লোকে ভয়ে পালায়, দিশে হারায়, আর তুমি কিনা তাকে ধরবে মনে করে দরোজায় শিকল দিয়েছিলে? এখন গরুগুলো সব মারা গেল। দরজা খোলা থাকলে একটা গরু যেত।
যেমন বুদ্ধি তেমনই শিক্ষা হয়েছে তোমার।”
উপদেশ: নিজের ওজন বুঝে কাজ করতে হয়।