একদা এক গ্রামে এক ধনী লোক ছিল। লোকটির ছিল একটি গাধা আর একটি নধর ছাগল। গাধাটা অনেক কাজ করতো। তাই মালিক গাধাটাকে ভালমন্দ খেতে দিত এবং বেশি ভালবাসতো।
মালিক গাধাটাকে ভালবাসে দেখে ছাগলটির মনে মনে ঈর্ষা হতো। একদিন ছাগলটি গাধাটাকে গিয়ে বললো, “সত্যি ভাই, তোমার জন্যে আমার বড় দুঃখ হয়।
দিন নেই, রাত নেই, কেবল ঘানি ঘোরাও আর বোঝা বও! আমি তোমাকে একটা বুদ্ধি বাৎলে দিই। তুমি এক কাজ কর তোমার যেন মূৰ্চ্ছা রোগ হয়েছে এই ভাণ করে এক গর্তের মধ্যে পড়ে যাও একদিন।
তাহলে অন্তত একটা দিনের জন্যে হলেও তুমি বিশ্রাম পাবে।”
গাধা ছাগলের বুদ্ধি মত তাই-ই করলো। ফলে গর্তে পড়তে গিয়ে রীতিমত আঘাত পেল। মালিক তখন গাধাটার চিকিৎসার জন্যে এক পশু-চিকিৎসক ডেকে আনলো।
চিকিৎসক এসে গাধাটাকে খুব ভাল করে পরীক্ষা করে বললো, “ওঃ বুঝে নিয়েছি আমি এর কি অসুখ। ছাগলের কলজে ভাল করে চটকে খাওয়ালেই এর এই অসুখ তাড়াতাড়ি সেরে যাবে।”
মালিক তখন গাধার চিকিৎসার জন্যে বাড়ির ছাগলটাকেই জবাই করলো!
উপদেশ: অপরের ক্ষতি করার চেষ্টা করলে নিজেকেই বিপদে পড়তে হয়।