কুকুরে কামড়ানো মানুষ

একবার একটি লোককে কুকুরে কামড়েছিল। সে এতে দারুণ ভয় পেয়ে যাকেই সামনে দেখে তাকেই জিজ্ঞাসা করে, “ভাই আমায় কুকুরে কামড়েছে তুমি যদি এর কোনো ঔষুধ জানো তো আমায় বলো।”

লোকটির এই কথা শুনে একজন লোক বলল, “জানি আমি ঔষুধ, আমি যা বলব, তা করতে পারবে?”

লোকটা বলল, “নিশ্চয়ই পারব, তুমি বলো।”

“তাহলে শোন, কুকুরের কামড়ে যে ক্ষত তোমার সৃষ্টি হয়েছে, সেই ক্ষতের রক্তে এক টুকরো রুটি ভিজিয়ে—যে কুকুরটা তোমায় কামড়েছে তাকে খেতে দাও, তাহলেই তুমি ভাল হয়ে যাবে।”

যাকে কুকুরে কামড়েছে, সেই লোকটি তখন হেসে বলল, “ভাই, তোমার এই পরামর্শমত চলতে গেলে রক্তমাখা রুটির লোভে শহরে যত কুকুর আছে তারা সবাই আমাকে তখন কামড়াতে আরম্ভ করবে।”

উপদেশ: বিপদে মাথা ঠিক রেখে কাজ না করলে আরও বিপদে পড়বার সম্ভাবনা থাকে।