দেবতা জিউস সৃষ্টি করেছিলেন একটা ষাঁড়। প্রমিথিউয়াস সৃষ্টি করেছিলেন একটা মানুষ আর এ্যাথেনা তৈরি করলেন একটা বাড়ি ৷
তিনজন তখন মোমাসকে বললেন—তুমি এবার বিচার করে বলো তো, কারটা সবচেয়ে ভাল হয়েছে। এদের কারিগরি দেখে মোমাসের মনে মনে খুব ঈর্ষা হল। তিনি প্রতিটিরই কিছু না কিছু খুঁত বার করলেন।
তিনি বললেন, “জিউস তার ষাঁড়টাকে যথাযথ তৈরি করতে পারেনি। ষাঁড়ের চোখ দুটো তার শিং-এর ওপরে বসানো উচিত ছিল। তাতে কাকে গুঁতোতে যাচ্ছে সে তা আগে থেকেই দেখতে পেতো।”
আর প্রমিথিউয়াসের মানুষ তৈরি করাও নিখুঁত হয়নি। অনেক খুঁত থেকে গেছে!
মানুষের মনটা তার বাইরে রাখাই উচিত ছিল। তাতে করে মানুষটা কেমন তা বাইরে থেকে লোকে আগেই ভাল করে বুঝতে পারত। মানুষ তাহলে তার দুষ্প্রবৃত্তি, কু-কর্মের ইচ্ছা লুকিয়ে রাখতে পারত না।
এবার মোমাস, এ্যাথেনার বাড়ি তৈরি সম্বন্ধে বলল, “এ বাড়ির চাকা থাকা উচিত ছিল। প্রতিবেশীরা খারাপ লোক বুঝলে বাড়ির মালিক তার বাড়িটা ঠেলে অন্য কোথাও নিয়ে যেতে পারত।”
মোমাসের এই সব অদ্ভুত সমালোচনা শুনে জিউস খুব রেগে গেল এবং তাকে অলিম্পাস থেকে নির্বাসিত করলো।
উপদেশ: দুনিয়ার সব ভাল জিনিসের মধ্যেও কিছু না কিছু খুঁত থাকবেই।