একদা এক রাজা ছিলেন। তাঁর নাম ছিলো মেটাবু। তিনি বর্শা নিক্ষেপে বেশ পারদর্শী ছিলেন। একদিন মেটাবু তাঁর ছোট্ট মেয়ে ক্যামেলিয়াকে নিয়ে শিকারে গেলেন।
হঠাৎ শত্রুরা তাঁকে আক্রমণ করলো। তিনি ক্যামেলিয়াকে বললেন, “ক্যামেলিয়া, দ্রুত আমার পিঠে ওঠো।”
ক্যামেলিয়াকে ঘাড়ে নিয়ে রাজা মেটাবু জোরে দৌড়াতে লাগলেন। শত্রুরাও তার পেছন পেছন দৌড়াতে লাগলো।
দৌড়াতে দৌড়াতে মেটাবু একটি খরস্রোতা নদীর কাছে চলে আসলেন। তিনি সাঁতরে নদী পার হতে চাইলেন। কিন্তু মেয়েকে পিঠে নিয়ে সাঁতরাতে পারলেন না মেটাবু।
মাথা ঠান্ডা করে একটি বুদ্ধি বের করলেন তিনি। মেটাবু ক্যামেলিয়াকে তার পিঠের সাথে বাঁধলেন। এরপর তিনি বর্শাটা নদীতে নিক্ষেপ করলেন।
বর্শাটি ধরে মেটাবু একটু একটু করে সাঁতার কাটলেন। এভাবে তিনি নদী পার হয়ে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেলেন।
শিক্ষা: বিপদে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়