একদিন বিকেলে ছোট্ট মেহেদী তার খেলনা নিয়ে খেলছিল। হঠাৎ সে আকাশে কিছু একটা চকচক করতে দেখল। বেশ অবাক হয়ে সে নিজে নিজেই বলল, “ওটা কী জিনিস!”
আকাশ থেকে উজ্জ্বল একটি গোলক ধীরে ধীরে নেমে এসে মেহেদীর সামনে দাঁড়াল। গোলক থেকে বের হয়ে এলো ছোট্ট এলিয়েন, র-বি।
র-বি বলল, “হ্যালো, মেহেদী! আমি এলিয়েন র-বি। আমি মহাকাশের জলগ্রহ থেকে এসেছি। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই।” র-বির কথা শুনে মেহেদী খুশিতে লাফিয়ে উঠল।
র-বি তাকে বলল, “তুমি কী জানো, মহাকাশে কত শত তারা আছে; আমরা সেখানে ঘুরতে বেড়াতে পারি!!”
মেহেদী মুগ্ধ হয়ে র-বির কথা শুনছিল, হঠাৎ র-বি একটি বোতাম চাপল। বোতাম চাপতেই মেহেদী আর র-বি আকাশে ভাসতে লাগল এবং মহাকাশের দিকে উড়ে চলল।
শত শত তারা দেখতে দেখতে মেহেদী ও র-বি এক সময় এক নীলচে গ্রহে পৌঁছে গেল।
র-বি বলল, “এটাই আমাদের জলগ্রহ। এখানে শুধু পানি আর পানি। এখানকার ছোট ছোট মাছেরাও আমাদের মতো কথা বলতে পারে!”
মেহেদী বলল, “ওরা কি আমার সাথে কথা বলবে?”
র-বি হাসি দিয়ে বলল, “অবশ্যই!”
এমন সময় এক ছোট মাছ এসে মেহেদীকে বলল, “স্বাগতম, মেহেদী! তুমি আমাদের গ্রহে আসায় আমরা খুব খুশি হয়েছি।”
মেহেদীও হাসি মুখে বলল, “তোমাদের গ্রহে এসে আমারও বেশ ভালো লাগছে!”
র-বি আবার বোতাম চাপল এবং তারা মেহেদীর বাসায় ফিরিয়ে আসলো। মেহেদী মাটিতে নেমে বলল, “ধন্যবাদ, র-বি! তুমি সত্যিই একজন সেরা বন্ধু।”
র-বি বলল, “তোমার সাথে আবার দেখা হবে, মেহেদী। তোমাকে মহাকাশের আরো অনেক কিছু দেখানো বাকি!”
বিদায় জানিয়ে র-বি আবার আকাশে উড়ে গেল। মেহেদী র-বির কথা মনে করে খুশি হলো আর ভাবল, “মহাকাশে কত কিছুই না জানার আছে!”