এক গ্রামে একঝাঁক চড়ুই পাখি বাস করতো। পাশের গ্রামের তাদের একটি শালিক বন্ধু থাকতো। একদিন চড়ুই ঝাঁক শালিক বন্ধুকে দুপুরে খাওয়ার দাওয়াত দিলো।
শালিক পাখি যথাসময়ে দাওয়াত খেতে আসলো। খাবারের জন্য চড়ুই দল তাকে নতুন একটি শস্য ক্ষেতে নিয়ে গেলো। পেট ভরে খাওয়া দাওয়া করলো তারা।
খাওয়া শেষ যখন চড়ুই ঝাঁক ও শালিক পাখি বাসায় ফিরছিলো তখন ক্ষেতের মালিক তাদের ধরে ফেললো।
শালিকটি ক্ষেতের মালিককে বললো, “দয়া করে আমাকে যেতে দিন। আমি একটি সৎ পাখি। আমি কখনোই চুরি করে শস্য খাইনা। আমি তো শুধুমাত্র আমার বন্ধুদের নিমন্ত্রণ রক্ষা করতে এখানে এসেছিলাম।”
ক্ষেতের মালিক বললো, “দুঃখিত, আমি তোমাকে ভরসা করতে পারছি না। কারণ আমি তোমাকে আমার শস্য চুরি করে খেতে দেখেছি। তাই তাদের মতো তোমারও শাস্তি হবে।”
শিক্ষা: অসৎ বন্ধুদের সাথে মিশলে লোকে তোমাকেও অসৎ ভাববে