একটা দারুণ ছবি প্রদর্শিত হয়েছে। ছবিটার বিষয়বস্তু ছিল—একটা কাঁচের পাত্রে জল। ছবি দেখে সকলেরই মনে হবে যে, সত্যি সত্যিই কাঁচের পাত্রে জল রাখা হয়েছে। আঁকা ছবি প্রথমটায় মনেই হবে না।
এক ঘুঘু পাখি ছিল। একদিন ঘুঘুটির ভীষণ তেষ্টা পেল। সে তৃষ্ণা নিবারণের জন্যে চারিদিকে জল খুঁজছিল। হঠাৎ তার ঐ কাঁচের পাত্রে রাখা জলের দিকে নজর পড়ল।
সে তাড়াতাড়ি উড়ে গিয়ে পড়ল একেবারে ছবিটির ওপর এবং ছবিতে ধাক্কা খেয়ে ডানা মেলা অবস্থায় মাটিতে গড়িয়ে পড়ল। এতে সে দারুণভাবে জখম হল। সে আর উঠতে পারছিল না।
সহসা সেই রাস্তা দিয়ে এক পথিক যাচ্ছিল। সে মুমূর্ষু অবস্থায় ঘুঘু পাখিকে দেখতে পেল এবং সে ঐ অবস্থায় তাকে ধরে নিয়ে বাড়ি গেল৷
উপদেশ: লাফ দেওয়ার আগে, ভাল করে দেখে শুনে লাফ দিতে হয়।