দোষ গুণ

অনেক অনেকদিন আগের কথা। প্রমিথিউস (দেবতা) মানুষ সৃষ্টি করে তাদের প্রত্যেকের গলায় দু’টো করে থলি ঝুলিয়ে রাখলেন—একটি সামনে আর অপরটি পেছনে।

সামনের থলিতে রাখলেন অপর লোকের দোষ-ত্রুটি আর পেছনেরটায় রাখলেন নিজের দোষ-ত্রুটি। তাই এখনও পর্যন্ত মানুষ নিজের দোষ দেখতে পায় না, শুধু দোষ দেখে অপরের।

আর অপরের দোষ অনেক দূর থেকেও মানুষ দেখে ফেলে। অথচ তার নিজের দোষটি চোখেও পড়ে না৷

উপদেশ: সকল সময় নিজের দোষ দেখে আত্মবিশ্লেষণ করতে হয়।