ধনবৃদ্ধি

একদিন হেরাক্লিস মানুষ থেকে দেবতার শ্রেণীতে উত্তরিত হল। দেবতা জিউস তাঁকে সংবর্ধনা জানাবার ব্যবস্থা করেন। এক বিরাট সভা ডাকলেন।

দেবতাদের সেই সভায় সবার শেষে হাজির হল প্লুটাস। তিনি আসা মাত্রই হেরাক্লিস তার দিক থেকে মুখ ফিরিয়ে মাথা নিচু করেই রইলেন।

দেবতা জিউস অমনি তাঁকে বলে উঠলেন, “একি, তুমি আর সবাইকে সানন্দ অভিবাদন, আর সাদর সম্ভাষণ জানালে আর প্লুটাস আসতেই তুমি তার দিকে থেকে এমন মুখ ফিরিয়ে রইলে কেন?”

হেরাক্লিস উত্তরে বললেন, “যখন আমি মানুষের সমাজে ছিলাম তখন এঁর রকম-সকম, হাবভাব আমি তেমন ভাল দেখিনি। এঁর যাদের সঙ্গে ওঠা-বসা ছিল তারাও তেমন ভাল লোক ছিল না।”

উপদেশ: মানুষের ধনবৃদ্ধি হলেও তারা সৎ হয় না।