নিজে নিজেই চেষ্টা করতে হয়

এথেন্সের এক ধনী ব্যক্তি একবার বাণিজ্য করতে সমুদ্রযাত্রা করলেন। সঙ্গে তার অনেক লোক-লস্কর ছিল। কিছুদূর যাবার পর সমুদ্রে ভয়ংকর ঝড় উঠল। আর সেই ঝড়ে জাহাজ ডুবে গেল।

জাহাজডুবির পর লোকেরা সাঁতরে তীরে ওঠবার চেষ্টা করতে লাগল। কিন্তু ধনী লোকটি তা না করে নিজের প্রাণ রক্ষার জন্যে দেবী এথেনার কাছে অনেক কিছু মানত করতে লাগলেন।

পাশ থেকে তাঁর কাছ দিয়ে একটি লোক সাঁতরে যেতে যেতে ধনী ব্যক্তিটিকে বেশ উচ্চকণ্ঠে বলে গেল-

“নিজেকে বাঁচানোর ভার কেবল দেবতার ওপর ছেড়ে না দিয়ে বাঁচবার জন্যে নিজেও একটু হাত-পা ছুঁড়ে সাঁতার কাটবার চেষ্টা করুন!”

উপদেশ: যে নিজে চেষ্টা করে তাকে দেবতা সাহায্য করে।