নেকড়ে বদ্যি

একদিন এক গাধা মাঠে মাঠে ঘাস খেয়ে বেড়াচ্ছিল। হঠাৎ ঘাস খেতে খেতে তার নজরে এল একটা নেকড়ে তারই দিকে গুটি গুটি আসছে। গাধাটা তখন খোঁড়া হবার ভাণ করলো।

নেকড়ে কাছে এসে তার অবস্থা দেখে বললো, “কি হল গো তোমার পায়ে, তুমি অমন করে খোঁড়াচ্ছ কেন?”

গাধাটা বললো, “আর বলো কেন একটা বেড়া ডিঙোতে গিয়ে আমি যেই না লাফ দিয়েছি অমনি আমার বাঁ পা-টায় একটা কাঁটা ফুটে গেল।”

এই বলে গাধা তার একটা পা নেকড়ের দিকে বাড়িয়ে দিয়ে বললো, “আমাকে খাওয়ার আগে তুমি আগে কাঁটাটা বার করে দাও তাহলে আর কাঁটা তোমার গলায় লাগবে না!”

এইসব কথা শুনে গাধার সেই পা-টার কোনখানে কাঁটা ফুটেছে তা ভাল করে দেখবে বলে যেই না পা-টা তুলে ধরেছে অমনি গাধা তার মুখে ঝাড়লো জব্বর এক লাথি।

সেই লাথির চোটে নেকড়ের সব দাঁতগুলি গেল ভেঙে। নেকড়ে তখন মনে মনে বললো, “ঠিকই হয়েছে আমার। যেমন কর্ম তেমনি ফল।

বাপ-ঠাকুরদার কাছে আমি শিকার করতে শিখেছিলাম, আর তা না করে আমি কিনা করতে গেলাম বদ্যিগিরি! তারই ফল ভোগ করতে হল আমাকে।”

আর এদিকে লাথি ঝেড়েই পড়ি মরি করে গাধা ছুটে পালিয়ে গেছিল। এক মুহূর্তও সে ওখানে আর দাঁড়ায় নি।

উপদেশ: নিজের শিক্ষা ও অভিজ্ঞতার বাইরে কোনো কাজ করা উচিত নয়।