নেকড়ে, ভেড়া আর রাখাল

একদা এক ভেড়ার পালের পিছু পিছু চলছিল এক নেকড়ে। রাখাল অর্থাৎ যে ভেড়ার পাল দেখাশোনা করে, সে ভাবল, নেকড়ে তো ভেড়ার শত্রু অতএব নেকড়েকে চোখে চোখে রাখাই ভাল।

কিছু পথ চলার পর যখন রাখাল বুঝল যে, নেকড়ের খারাপ কোনো উদ্দেশ্য নেই।

ভেড়ার পালের সে যখন কোনো ক্ষতিই করল না, তখন রাখাল নিশ্চিত হল নেকড়ের কোনো বদ মতলব নেই—ও তাহলে কুকুরের মত আমার ভেড়াগুলি পাহারা দিতে পারে।

একদিন রাখালের কী একটা কাজে শহরে যাবার প্রয়োজন হয়ে পড়ল। সে তখন ঐ নেকড়ের ওপরেই তার ভেড়াগুলো দেখাশোনার ভার দিয়ে নিশ্চিন্তে শহরে চলে গেল।

এদিকে নেকড়ে দেখল—এই হল সুযোগ! একে একে বেশ কয়েকটা ভেড়া তার পেটে গেল। কয়েকদিন পরে রাখাল ফিরে এসে দেখে তার বেড়ার পালের অনেক ভেড়াই খুঁজে পাওয়া যাচ্ছে না।

কিছু দূরে যখন ভেড়ার ছাল, লোম, শিং পড়ে থাকতে দেখল তখন রাখালের আর বুঝতে একটুও বাকি রইল না যে, এসব নেকড়েরই কাণ্ড!

কী বোকা আমি। নেকড়েকে যেমন আমি ভেড়া পাহারার ভার দিয়ে গিয়েছিলাম, তেমনই ফল পেলাম—এই ভেবে আফসোস করতে লাগল রাখাল।

উপদেশ: অপাত্রে কখনও বিশ্বাস করতে নেই।