পাটোয়ারি বুদ্ধি

একবার একটি লোক বাড়ি থেকে যাত্রা করল—অনেক দূরের দেশে যাবে সে।

পথে যেতে যেতে সে দেবতা হারমিসের কাছে শপথ করল—পথে যদি সে কোনো জিনিস কুড়িয়ে পায় তাহলে সে তার অর্ধেক দেবতা হারমিসকে অর্ঘ্য স্বরূপ নিবেদন করবে।

কিছুদূর যাবার পর পথে সে একটা থলি কুড়িয়ে পেল। সে সেটা কুড়িয়ে নিল। লোকটি ভাবল এর ভেতর নিশ্চয়ই কিছু টাকা-পয়সা আছে।

কিন্তু থলিটি খুলে ফেলতেই দেখা গেল, তাতে কিছু বাদাম আর কিছু খেজুর রয়েছে। লোকটি তখনই সেগুলো খেয়ে ফেলল।

তারপর বাদামের খোসা আর খেজুরের আঁটিগুলো বেদীর ওপর রেখে বলল, “ঠাকুর, আমি যে মানত করেছিলাম তোমার কাছে–এই নাও তুমি! পথে আমি যা কুড়িয়ে পেয়েছি—এই নাও তার অর্ধেক।”

উপদেশ: জ্ঞাত বা অজ্ঞাতসারে মানুষের প্রতিনিয়ত দেবতাকে ঠকানো উচিত নয়।