বার্ধক্যগ্রস্ত সিংহ

একদা এক সিংহ ছিল। সে খুব বুড়ো হয়েছিল। ক্রমেই তার মরবার দিন ঘনিয়ে আসছিল। একদিন তার নাভিশ্বাস উঠল।

তার এই অবস্থা দেখে এক দাঁতালো শূয়োর এসে তাকে জব্বর এক দাঁতের ঘা কষালো। সিংহ কবে কোন্ সময়ে তাকে একবার জখম করেছিল, তাই এই প্রতিশোধ।

এরপর এল এক ষাঁড়, শিং নিচু করে সিংহের পিঠে মারলো এক খোঁচা। সিংহের পিঠ বেয়ে গলগল করে রক্ত বেরুতে থাকলো।

এদের দেখাদেখি এক গাধাও এগিয়ে এসে মুমূর্ষু সিংহের মাথায় জোড়া পায়ে করে লাথি মারলো। মৃত্যু পথযাত্রী সিংহের তখন কথা বলার শক্তি ছিল না।

তবুও সে কোনোমতে বললো, “আমার মরো মরো অবস্থা দেখে শুয়োর আর ষাঁড় যা করে গেল তা সহ্য করাই আমার দায়, আর নিকৃষ্ট জীব হয়ে তুমিও এসে আমায় এমন অপমান করলে?

এ যে শুধু আমার একবার মরা নয়, মৃত্যুর আগেই যে আমার আর একবার মৃত্যু হল!”

উপদেশ: পাঁকে পড়লে হাতিকেও ব্যাঙে লাথি মারে।