বিশ্বাস ঘাতকদের মরাই ভাল

এক ছিল পাখি শিকারী। পাখি শিকারীটির বাড়িতে একদিন এক অতিথি এলো। অতিথিকে খেতে দেবার মত সেদিন পাখি শিকারীর বাড়িতে কোনো পাখি অবশিষ্ট ছিল না।

তাই সে তার পোষা তিতির পাখিটাকেই জবাই করার জন্যে নিয়ে এলো। তিতিরটা তখন তাকে তিরস্কার করে বলল-

“তুমি এত বড় নিমকহারাম আগে তা জানতাম না। এতদিন অন্যসব পাখিদের ভুলিয়ে ভালিয়ে তোমার ফাঁদে এনে ফেলতাম আর তুমি কি না আজ আমাকেই জবাই করতে যাচ্ছো?”

পাখি শিকারী লোকটি উত্তর দিল, “এই জন্যে তো, মানে স্রেফ এই কারণেই তো তোমার শাস্তি হওয়া উচিত। কারণ, তোমার জাত-ভাইদের ওপরেও তোমার কোনও মায়া-দয়া নেই।”

উপদেশ: নিমকহারামেরা সকলের কাছেই ঘৃণ্য হয়।