বুদ্ধিমান ব্যবসায়ী

একদা এক ব্যবসায়ী ছিল। তার প্রচুর ধনসম্পত্তি ছিল। আর ছিল অনেক লোকজন, ঝি-চাকর, গাড়ি ঘোড়া ইত্যাদি। তার একটা বড় এথেন্সের কুকুর ছিল।

কুকুরটা ছিল খুবই প্রভুভক্ত। সে মনিবের সব লোকজনদের পাহারা দিত। কেউ কাজে ফাঁকি দিলে, জিনিসপত্র ভেঙে ফেললে বা জিনিসপত্তর চুরি করলে ঘেউ ঘেউ করে ডেকে উঠে মনিবকে জানিয়ে দিত।

ফলে লোকজনদের আর বেশিক্ষণ ঘুমিয়ে থাকা চলত না। উঠে পড়তে হতো সকাল না হতেই। আর উঠেই মনিবের কাজে লেগে যেতে হতো।

অত সকালে উঠে——শীত নেই, বর্ষা নেই, কাজ করা—ব্যবসায়ীটির লোকলস্করদের আর সইছিল না। তারা মতলব আঁটছিল কি করা যায়?

অনেক ভেবেচিন্তে শেষে তারা কুকুরটিকে একদিন বিষ খাইয়ে মেরে ফেলল। যাক এবার বাঁচা গেল, রাত ভোর হবার আগে আর আমাদের উঠতে হবে না৷

কিন্তু এতে ফল হল উল্টো। মনিব বেজায় চটে গেলেন। তিনি ব্যাপারটা সব বুঝতে পারলেন। তারপর এক কড়া ব্যবস্থা নিলেন।

রাত দ্বিতীয় প্রহর থেকেই তিনি তার লোকজনদের উঠিয়ে কাজে লাগিয়ে দিতেন। মিষ্টি করে মুখে বলতেন, “ওরে তোরা ওঠ, রাত আর নেই। উঠে পড়। অনেক কাজ পড়ে রয়েছে।”

উপদেশ: আমাদের দুর্গতির জন্যে আমরাই দায়ী।