ভাইবোন

অনেক কাল আগেকার কথা। এক দেশে এক ধনী লোক বাস করতো। লোকটির একটি ছেলে আর একটি মেয়ে ছিল।

ছেলেটি ফুটফুটে সুন্দর কিন্তু মেয়েটি ততোটা সুন্দর ছিল না। আগে তাদের বাড়িতে আয়না ছিল না। বাবা যেদিন আয়না কিনে নিয়ে এল বাড়ির সকলেই সেদিন খুব খুশি হল। সবচেয়ে বেশি খুশি হল ছেলেটি।

আয়নায় নিজের মুখ দেখে বলে উঠল, “আহাঃ আমি কী সুন্দর দেখতে!”

বোনটির দিকে তাকিয়ে ছেলেটি বললো, “তোর চেয়ে আমি অনেক সুন্দর! আমাকে দেখ!”

ভাইয়ের কথা শুনে বোনের মনটা বড় খারাপ হয়ে গেল। খুব রাগ হল তার। সে ভাইকে ধাক্কা দিয়ে বললো, “দূর হয়ে যা তুই আমার সামনে থেকে।”

বাবা পাশের ঘরেই ছিল। সে দুইজনের কথা শুনে তাদের কাছে এগিয়ে এসে ছেলেকে বললো, “শোন, তুমি দেখতে যেমন ভাল, লোকের সঙ্গে তেমন ভাল ব্যবহারও কোরো।”

আর মেয়েকে বললো, “তুই মন খারাপ করিস্ নারে মা, লক্ষ্মীটি আমার—তুই সাধ্যমত লোকের ভাল করবি, তাহ’লে দেখবি সকলেই তোকে ভালবাসবে। দেখতে তুই ভাইয়ের মত সুন্দর হোসনি তাতে তখন কিছুই এসে যাবে না।

আমার কথাটা তুই ঠিক ঠিক পরে মিলিয়ে নিস্।”

উপদেশ: ভাল চেহারার চেয়ে ভাল আচরণ বা ব্যবহারই শ্রেয়।