একজন দোকানদার বিক্রি করবার জন্যে একটা কলসীতে মধু রেখেছিল। কি করে কখন যেন মধুর কলসীটা উল্টে গেল। সব মধুটাই গড়িয়ে, ছড়িয়ে পড়ল মাটিতে।
মধুর গন্ধ পেয়ে ঝাঁকে ঝাঁকে মাছি এসে সেই মধু খাওয়া শুরু করল। খাচ্ছে তো খাচ্ছেই, নড়বার নাম নেই। পেট ভরে মাছিরা মধু খেতে লাগল।
আর শেষ ফোঁটা যখন খাওয়া হয়ে গেল তখন উড়তে গিয়ে আর উড়তে পারল না তারা। কারণ অনেকক্ষণ মধুর ওপর বসে থাকায় তাদের পা মধুতে আটকে গেছে!
এবার কী দশা তাদের হবে তা বুঝতে পেরে তারা আফসোস করতে লাগল, “কী মূর্খ আমরা, মধু খাবার লোভে শেষে প্রাণ হারালাম!”
উপদেশ: ক্ষণিক সুখে মত্ত হলে পরিণাম ভয়াবহ হয়।