মরুভূমির ভেতর দিয়ে একটি লোক যাচ্ছিল। পথে যেতে যেতে লোকটি দেখলো—এক জায়গায় একটি মেয়ে মাটির দিকে চোখ করে একা একা দাঁড়িয়ে আছে!
লোকটা ঐ অবস্থায় তাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, “কে তুমি? এই নির্জন মরুভূমিতে একা এমন করে দাঁড়িয়ে আছোই বা কেন?”
মেয়েটি উত্তর দিল, “আমার নাম সত্য!”
লোকটি বললো, “তা তুমি শহর ছেড়ে এখানে আস্তানা গেড়েছো কেন?”
মেয়েটি বললো, “কেন নিয়েছি, শুনবে? নিয়েছি, কারণ শহরের হালচাল পাল্টে গেছে। আগে শহরে যেখানে মিথ্যা কথা বলতো মাত্র দুই একজন লোক, এখন শহরে তুমি যার সঙ্গে দেখা করতে যাও বা কথা বলতে যাও, দেখবে সেই-ই মিথ্যা কথা বলছে!”
উপদেশ: সমাজ-জীবনে উপদেশ এক এক সময় সকলকে ছাপিয়ে ওঠে।