মুখোশ

এক ছিল বনবেড়াল। সে একবার শুনতে পেল, এক চাষীর খামারে কিছু মুরগীর অসুখ করেছে।

সে তখন এক থলে ভর্তি যন্ত্রপাতি নিয়ে বদ্যি সেজে সেই খাবারে হাজির হয়ে বাইরে থেকেই মুরগিদের উদ্দেশ্যে বলল, “এই যে বন্ধুরা এখন তোমরা কেমন আছো বল তো?”

মুরগীদের তরফ থেকে উত্তর এল, “তুমি এখান থেকে দূর হলেই আমরা খুব খুশি হবো।”

উপদেশ: দুর্জন সাধু সেজে এলেও অভিজ্ঞদের চোখে ধরা পড়ে যায়৷