একদা এক দেশে এক বুনো গাধা ছিল। সে বনেই স্বাধীনভাবে চরে বেড়াত। হঠাৎ তার নজরে একদিন এক পোষা গাধার দিব্যি চকচকে চেহারা চোখে পড়ল।
বুনোগাধা দেখল সেই পোষা গাধাটা সোনালী রোদ্দুরে দাঁড়িয়ে ভাল ভাল খাবার খাচ্ছে। দেখে বেশ একটু ঈর্ষা হল তার মনে।
“আঃ আমার ভাগ্যটাও যদি ওর মত হতো!”
আরো কিছুক্ষণ সেখানে সেই বুনো গাধাটা দাঁড়িয়ে রইল। আর একটু পরেই তার চোখে পড়ল আর এক দৃশ্য।
পোষা গাধাটার খাওয়া হয়ে গেলেই তার পিঠে একটা ভারী বোঝা চাপিয়ে তার মনিবটি তাকে লাঠি মারতে মারতে এগিয়ে নিয়ে যাচ্ছে।
পোষা গাধার এই অবস্থা দেখে বুনো গাধাটা তখন তাকে বলল, “ভাই, আমি তোমায় মনে মনে ঈর্ষা করে ভুলই করেছিলাম। এখন দেখছি ভাল খাওয়া থাকার জন্য তোমায় মূল্য দিতে হচ্ছে। আমার দ্বারা বাবা এরকমটা করা সম্ভব হবে না।”
উপদেশ: অন্যের সুখের পিছনে যে কতো দুঃখ কষ্ট জমা হয়ে আছে, তা না জেনে ঈর্ষা করতে নেই৷