শুধু স্পর্শ

এক গ্রামে এক অন্ধ বাস করত। অন্ধ ব্যক্তিটির কাছে কোনো জীবিত প্রাণী এনে দিলে সে অনায়াসেই তা বলে দিতে পারত।

একবার একটা লোক একটা নেকড়ের বাচ্চা তার হাতে দিয়ে বলল, “বলতে পার এটা কোন্ প্রাণী?”

অন্ধ ব্যক্তিটি প্রাণীটার গায়ে হাত বুলাতে বুলাতে পরখ করে কিছুক্ষণ বাদে অবশেষে বলল, “ঠিক বুঝতে পারছি না এটা নেকড়ের বাচ্চা, না শেয়ালের বাচ্চা, না অন্য কোনো প্রাণীর?

তবে এটা ঠিক বুঝেছি—যে ভেড়ার পালের ভিতর এটা রাখলে তাদের বড় সুবিধা হবে না।

উপদেশ: দেহের লক্ষণ দেখেই লোকের প্রকৃতি বুঝে নিতে হয়।