সিংহের ছালে ঢাকা গাধা

একদা এক বনে এক গাধা বাস করত। হঠাৎ একদিন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি গজাল।

সে কোথা থেকে যেন একটা সিংহের ছাল যোগাড় করে সেটা দিয়ে নিজের সারা শরীর ঢেকে সিংহ সেজে বনের পশুদের ভয় দেখিয়ে বেড়াচ্ছিল।

এইরকম করতে করতে একদিন তার সামনে এক হিংস্র খেঁকশিয়াল পড়ল।

ছদ্মবেশী সিংহ তাকেও অমনি করে ভয় দেখাতে যাচ্ছিল, কিন্তু খেঁকশিয়ালটি একটু আগেই এই ছদ্মবেশীকে গাধার মত ডাকতে শুনেছিল—তাই বলে বসল—

“আমি তোমায় দেখে ভয় পেতাম দাদা, যদি না একটু আগেই তোমায় গাধার ডাক ডাকতে শুনতাম।”

উপদেশ: মূৰ্খ মুখ না খোলা পর্যন্ত বিজ্ঞ সাজতে পারে।