এক জলার ধারে এক ব্যাঙ পরিবার বাস করত। সেই ব্যাঙ পরিবারে অনেক বাচ্চা ছিল। একদিন একটি ব্যাঙের বাচ্চা জলার পাশে স্যাঁতসেঁতে মাঠে ঘুরতে গেছিল। সেই মাঠে তখন একটা ষাঁড় চরছিল।
বিশাল ষাঁড়টাকে দেখে বাচ্চা ব্যাঙটি প্রথমটায় একটু হকচকিয়ে গেল। পরে সাহস করে দূর থেকে তাকে ভাল করে দেখতে লাগল। আর যতই দেখতে লাগল ততোই অবাক হয়ে গেল।
তারপর এক সময় সে ঘরে ফিরে এল। ফিরে এসে ব্যাঙের বাচ্চাটি তার মাকে বলল-
“মা, মা, আজকে মাঠে আমি এক পেল্লায় জানোয়ার দেখে এলাম। সে যে কতো বড় আর কতো মোটা তা না দেখলে বিশ্বাসই হবে না তোমার।”
ব্যাঙ বাচ্চাটির মা তখন একটু অহঙ্কারের স্বরে বলল, “এ্যাঁ, কী বললি?—সে আমার চেয়েও বড়?”
বাচ্চাটি একটু ব্যঙ্গ করে বলল, “আরে, কি বলছ, মা, তুমি! সে তোমার চেয়ে অনেক অনেক গুণ বড়।”
মা-ব্যাঙটি তখন তার পেটটা ফুলিয়ে বলল, “এই এ্যাত বড়?”
বাচ্চা ব্যাঙটি হো হো করে তাচ্ছিল্যের স্বরে হেসে বলল, “হাসালে তুমি, মা, এ তার একশ ভাগের এক ভাগও না।”
মা-ব্যাঙটি তখন তার পেটটা আরও ফুলিয়ে বলল, “চেয়ে দ্যাখ্ এবার, এত বড় নিশ্চয়ই নয়!”
বাচ্চা ব্যাঙটি তখন হাসতে হাসতে বলল, “মা, তুমি হাজার চেষ্টা করলেও তার মত বিরাট হতে পারবে না।”
ব্যাঙ-বাচ্চাটির এই কথা শুনে মা-ব্যাঙ রেগেমেগে তার পেটটা আরও বড়, আরও বড় করে ফুলাতে যেতেই হঠাৎ ফটাস্ করে ফেটে গেল। মা ব্যাঙের সব নাড়িভুঁড়ি আর রক্তে জায়গায়টা ভরে গেল।
মা-ব্যাঙটি মারা গেল।
উপদেশ: অহঙ্কার ও অনুকরণ অনেক সময় বিপদ ডেকে আনে৷