একবার এক ঈগলের সঙ্গে এক কচ্ছপের বন্ধুত্ব হয়েছিল। তাই কচ্ছপটি একদিন ঈগলকে ধরে বসল, “ভাই আমাকে একটু উড়তে শেখাও না।”
ঈগলটি বলল, “সে কি করে হবে ভাই! উড়তে গেলে যে দুটি ডানা লাগে! তা তো তোমার নেই। বিধাতা তোমায় ডানা দেননি। তাই ডানা ছাড়া তোমায় কিছুতেই উড়তে শেখানো সম্ভব নয়।”
এদিকে কচ্ছপ কিন্তু নাছোড়বান্দা ৷ তার গোঁ সে উড়বেই। সে ঈগলকে জেদ ধরে বলল, “আমাকে উড়তে তোমাকে শেখাতেই হবে।”
অগত্যা ঈগল তার বড় বড় নখ দিয়ে আঁকড়ে ধরে অনেক ওপরের আকাশে কচ্ছপকে নিয়ে এল, তারপর ‘এবার ওড়ো’ বলে কচ্ছপকে ছেড়ে দিল।
আর কচ্ছপ? কচ্ছপ তখন ‘বাপরে মারে’ বলে চিৎকার করতে করতে এক পাহাড়ের ওপর আছড়ে পড়ে ফেটে চৌচির হয়ে মরে গেল।
উপদেশ: বেয়াড়া শখ বিপদ ডেকে আনে৷