সাপ ও উখো

এক যে ছিল সাপ। সে ছিল খুব বোকা। একদা সে খাদ্য শিকার করতে বেরিয়েছিল।

ক’দিন ধরে তার পেটে কিছু পড়েনি। আজ তাকে কিছু না কিছু শিকার করে খেতেই হবে। তার পেটটা ক্ষিধের জ্বালায় চোঁ চোঁ করছিল।

খাবার খুঁজতে খুঁজতে সে হয়রান হয়ে গেল। হঠাৎ একটি কামারশালের দিকে তার নজর পড়ল। সে ভাবল ঐখানেই তার ক্ষুধা মেটাবার জন্য খাবার পাওয়া যাবে।

তাই সে কামারশালে ঢুকে কি খাওয়া যায়, কি খাওয়া যায়, খুঁজতে খুঁজতে একটা উখোতে কামড় দিল। উখো অমনি তাকে বলে উঠল-

“উজবুক, বোকা, আহাম্মক কোথাকার আমাকে কামড়াতে এসেছ তুমি! কামড়াবার আর লোক পেলে না! গর্দভ কোথাকার।

আমি যে যত সব লোহার জিনিসে দাঁত বসাই। আমাকে কামড়ালে আমার কিছুই হবে না। পরন্তু তোমারই আঘাত লাগবে।”

উপদেশ: পাথরে কিল মারলে হাতে লাগবেই।