সাপ ও জিউস

জীবজন্তুদের রাজা ছিলেন জিউস। খুব তাঁর নাম ডাক ছিল। একদা জিউস-এর বিয়ে ঠিক হল। চারদিকে যেন হৈ হৈ আর সাজ সাজ রব পড়ে গেল।

জিউস ও অন্যান্য সব দেবতারা বিয়ের উৎসবে মেতে রইলেন। এদিকে জিউস তার বিয়ে উপলক্ষে নানাদিক থেকে বিভিন্ন রকমের সব উপহার পেতে লাগলেন।

সকল জীবজন্তুরাই জিউসকে সুন্দর সুন্দর উপহার দিয়েছিল। বাকি রইল সাপের। সাপ ভাবল, তাই তো, তারও তো রাজাকে কিছু উপহার দেওয়া উচিত—তাঁর এই শুভ ও আনন্দমুখর উৎসব উপলক্ষে।

যা ভাবা তাই কাজ। কিন্তু কি দেবে সে উপহার? অবশেষে সাপ একটা গোলাপ ফুল মুখে করে গেল স্বর্গে জিউসকে উপহার দিতে।

কিন্তু তা হ’লে কী হবে? সাপকে দেখেই জিউস বলে উঠলেন, “না না, তোমার মুখ থেকে আমি কোনো কিছু নিতে পারব না।”

উপদেশ: দুষ্কৃতকারীর উপহারও বিষবৎ ত্যাগ করতে হয়।