একদা এক রাজার এক ধনুকধারী ছিলো, যার নাম ইভান। একদিন মহারাজ ইভানকে বললেন, “ইভান, রাজকুমারী ইরাকে আমার কাছে নিয়ে এসো। আমি তাঁকে বিয়ে করতে চাই।”
রাজার কথামতো ইভান রাজকন্যাকে তাঁর কাছে নিয়ে আসলো। এতে বেশ বিরক্ত হলেন রাজকন্যা ইরা এবং রাজাকে বললেন-
“মহারাজ, আমি আপনাকে বিয়ে করতে চাইনা। আমি এমন কাউকে বিয়ে করতে চাই, যে আমাকে হাসাবে।”
রাজা বললেন, “আচ্ছা, ঠিক আছে। তাই-ই হবে।” তিনি ইভানকে ডেকে আদেশ দিলেন, “রাজকন্যা কাঁদতে চাইছেন। তাঁকে কাঁদাতে হবে।”
ইভান বেশ বুদ্ধিমান। সে বুঝতে পারলো রাজকন্যা এমন কিছু কখনোই চাইবেন না। তাই সে রাজকন্যা ইরাকে হাসাতে লাগলো।
রাজকন্যা ইভানের প্রতি বেশ মুগ্ধ হলেন এবং ইভানকে বিয়ে করলেন।
শিক্ষা: মিথ্যা কথা বলতে হয়না