একদা এক বোলতা এক সাপের মাথার ওপর বসে অনবরত তাকে হুল ফোটাচ্ছিল। যন্ত্রণায় অস্থির হয়ে সাপটা কেবলই ভাবছিল, কী করে এর প্রতিশোধ নেওয়া যায়। একে তো কামড়াতে পারছি না।
শেষে একটা গাড়ি আসতে দেখে বোলতাকে মারবার জন্যে রেগেমেগে সে নিজের মাথাটা এগিয়ে দিল গাড়ির চাকার নিচে।
আর গাড়ির চাকার চাপে সাপের মাথা একেবারে চিঁড়ে চ্যাপ্টা হয়ে গেল । বোলতা উড়ে গেল!
উপদেশ: ক্রোধে বুদ্ধিভ্ৰম হয়।