একদা এক বনে এক নেকড়ে বাস করত। সে কোনোমতেই পশুরাজ সিংহের সঙ্গে এঁটে উঠতে পারত না। তবে বনের অন্যান্য দুর্বল প্রাণীদের ওপর প্রায়ই অত্যাচার চালাতো।
সেই নেকড়েটি একদিন ভেড়ার পাল থেকে একটা বড়সড় ভেড়া ধরে মেরে নিয়ে যাচ্ছিল তার ডেরায়। হঠাৎ পথে পশুরাজ সিংহের মুখোমুখি হয়ে গেল।
সিংহটি নেকড়ের কাছ থেকে ভেড়াটা ছিনিয়ে নিল। নেকড়ে তখন কিছু করতে না পেরে দূর থেকে বেশ চেঁচিয়ে বলল- “আমার জিনিস এমনি করে কেড়ে নেবার তোমার অধিকার নেই।”
সিংহ ব্যঙ্গের হাসি হেসে বলল- “তোমার জিনিস? তা কোনো বন্ধুর কাছ থেকে তুমি এটা উপহার পেয়েছো নিশ্চয়ই, তাই না?” এই বলে সিংহ নেকড়ের সামনেই ভেড়াটার সদ্গতি করতে লাগলো।
উপদেশ: বাটপাররাই চোরকে দোষ দেয়।