এক ছিল চাষী। সে ছিল খুবই স্বার্থপর। চাষী নিজের কথা ছাড়া আর কিছু ভাবতে পারত না।
একবার খুবই দুর্যোগ শুরু হল। এই দুর্যোগে বাড়ির বাইরে বেরোনো কিছুতেই সম্ভব হল না। চাল, ডাল সব ফুরিয়ে গেল চাষীর। বাড়ির লোকজন তো কম নয়। অথচ এই ঘোর দুর্যোগ চলতেই থাকল।
বাইরে থেকে খাবার সংগ্রহ করতে না পেরে সে তার ভেড়া মেরে মেরে পরিবারকে খাওয়াতে লাগল। বেশি ভেড়াও তার ছিল না।
অল্প কয়েকটি ভেড়া শেষ হয়ে গেল, তবুও দুর্যোগ থামল না। এরপর চাষীটি আর কি করবে? অবশেষে বাধ্য হয়ে সে তার চাষের বলদের গলাতেই ছুরি বসিয়ে দিল।
চাষীটার এই কাণ্ড দেখে বাড়ির কুকুর দুটো নিজেদের মধ্যে আলোচনায় বসল। দেখো কাণ্ড, আমাদের স্বার্থপর মনিবটি এবার চাষের বলদকেও যখন রেহাই দিচ্ছে না, তখন আমাদেরই যে রেহাই দেবে, তাই বা আমরা ভাবি কি করে? তার চেয়ে মানে মানে আগে থেকে কেটে পড়াই ভাল।
উপদেশ: স্বার্থপরদের থেকে দূরে থাকাই ভাল।