মহারাজের নতুন জামা

একদা এক রাজা ছিলেন যার দামী পোশাকের অনেক শখ ছিলো। একদিন দুই প্রতারক রাজপ্রাসাদে আসলো।

প্রতারকরা রাজাকে বললো, “মহারাজ, আমাদের কাছে একটি অদ্ভুত পোশাক আছে। যেইটা পরলে আপনি বোকাদের চিনতে পারবেন।”

রাজা মশাই বেশ খুশি হলেন। বললেন, “কীভাবে?”

তারা উত্তর দিলো, “যারা বোকা তারা আমাদের বানানো পোশাকটি দেখতে পাবেনা তাছাড়া সকলেই দেখতে পাবে।” মহারাজ বেশ খুশি হলেন।

প্রতারকরা আরো বললো, “জামাটি বানাতে ১০দিন সময় লাগবে।” ১০দিন পরে তারা একটি খালি জামার বাক্স নিয়ে রাজপ্রাসাদে হাজির হলো।

প্রতারকরা জামার বাক্সটি খোলা মাত্রই সবাই ফাঁকা বাক্স দেখতে পেলো কিন্তু কেউ কিছু বললো না।

তারা ভাবলো প্রতারকদের আনা পোশাক দেখতে পাচ্ছেনা এই কথা বললে, রাজা তাদের বোকা ভেবে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিবেন।

প্রতারকরা মিছেমিছি জামার ধরার মতো অঙ্গভঙ্গি করে রাজাকে বললো, “এই যে মহারাজ, আপনার অদ্ভুত পোশাক।”

রাজাও স্বীকার করলেন না যে, তিনি কিছুই দেখতে পাচ্ছেননা পাছে রাজ্যের লোকজন তাঁকে বোকা মনে করে।

রাজা মশাই পোশাকটি পরে রাজ সভায় আসলেন। এমন সময় একটি ছোট বাচ্চা রাজা মশাইকে দেখে বলে উঠলো, “আয় হায়, মহারাজ খালি গায়ে রাজ সভায় এসেছেন!!”

রাজা মশাই বেশ লজ্জা পেলেন এবং দ্রুত নিজের কক্ষে চলে গেলেন।

শিক্ষা: কখনো অভিনয় করবে না, সবসময় সত্যি কথা বলবে