দৈত্য হ্যান্স’র গল্প

অনেকদিন আগের কথা। এক গ্রামে এক কাঠুরে ছিলো। তার হ্যান্স নামের একটি দৈত্য ছিলো।

হ্যান্স খুব কর্মঠ ছিলো। সে কখনোই কাজ ফেলে রাখতো না। প্রতিদিনের কাজ হ্যান্স প্রতিদিন করতো।

কাঠুরের জন্য হ্যান্স প্রতিদিন ভোরে বন থেকে বড় বড় দুইটি গাছ তুলে বাসায় নিয়ে আসতো যেনো বাসায় বসেই কাঠুরে সেগুলো কাটতে পারে।

বড় বড় গাছ টেনে আনার কারণে হ্যান্স বেশ ক্লান্ত হয়ে পড়তো। তাই সেগুলো কাঠুরেকে দিয়েই সে ঘুমিয়ে পড়তো।

অন্য কাঠুরেরা যখন কাঠ কাটতে দল বেঁধে বনে যেতো তখন হ্যান্সকে ঘুমিয়ে থাকতে দেখে তারা খুব বিরক্ত হতো।

কাঠুরের দল হ্যান্সের মালিককে বলতো, “হ্যান্স এখনো ঘুমিয়ে আছে!! ওকে কিছু বলো না তুমি!?”

হ্যান্সের মালিক উত্তর দিতো, “হ্যান্স অনেক ঘুমায় ঠিকই কিন্তু কখনোই কাজ ফেলে রাখে না। সে সবসময় তার কাজ শেষ করে ঘুমায়। এই যে দেখো, আমাকে গাছ এনে দিয়েই ঘুমিয়েছে সে। তাই আমি হ্যান্সকে কখনো বকা দিতে পারিনা।”

শিক্ষা: সময়মতো কাজ শেষ করা উচিত