ব্যাঙ রাজকুমারের গল্প

একদা এক রাজা ছিলো, যার ছিলো ফুটফুটে এক রাজকন্যা। একদিন খেলতে খেলতে রাজকন্যার সোনার বল পানিতে পড়ে গেলো। কাঁদতে লাগলো সে।

রাজকন্যার কান্না শুনে একটি ব্যাঙ তার কাছে ছুটে আসলো এবং বললো, “রাজকুমারী, আমি আপনাকে বলটি ফিরিয়ে দিতে পারি যদি আপনি আমার বন্ধু হন।”

রাজকন্যা রাজি হলো। কিন্তু বলটি ফিরে পাওয়া মাত্রই রাজকন্যা খুশি মনে রাজপ্রাসাদে চলে গেলো। ব্যাঙকে ধন্যবাদও বললো না। পরেরদিন ব্যাঙ রাজার কাছে গিয়ে সব ঘটনা খুলে বললো।

রাজা রাজকন্যাকে ডেকে বললেন, “রাজকুমারী, ব্যাঙের কথা যদি সত্যি হয় তাহলে তো তোমাকে তোমার কথা রাখতেই হবে। ব্যাঙকে তোমার বন্ধু বানাতেই হবে।”

ব্যাঙকে বন্ধু বানানোর জন্য রাজকন্যা তাকে হাতে তুলে নিলো এবং ব্যাঙটি সাথে সাথে একজন রাজপুত্রে পরিণত হয়ে গেলো।

ব্যাঙ রাজপুত্র বললো, “আমি একজন রাজপুত্র। এক ডাইনি আমাকে ব্যাঙ বানিয়েছিলো। বলেছিলো, কোনো রাজকন্যা আমার সাথে বন্ধুত্ব করলে আমি আবার রাজপুত্র হতে পারবো।”

এরপর থেকে রাজকন্যা ও রাজপুত্র একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গেলো।

শিক্ষা: সর্বদা কথা দিয়ে কথা রাখতে হয়