জেদি গাধা

মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা একদিন বাজারের মধ্য দিয়ে হাঁটছিলেন।

তিনি দেখলেন, এক লোক একটি জেদি গাধাকে গাড়িতে তুলতে হিমশিম খাচ্ছে। লোকটি যতই টানাটানি বা ধাক্কাধাক্কি করুক না কেন গাধাটি কোনোভাবেই নড়ছে না।

হোজ্জা লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, “এত জোরাজুরি না করে অন্য কোনো পদ্ধতিতে গাধাকে গাড়িতে তোলার চেষ্টা করছ না কেন?”

লোকটি উত্তর দিল, “আমার যত পদ্ধতি জানা ছিল সব পদ্ধতিতে গাধাটিকে গাড়িতে তোলার চেষ্টা করেছি। খাবার দিয়েছি, মেরেছি, এমনকি তাকে বিক্রি করে দেওয়ারও হুমকি দিয়েছি। কিন্তু কোনোকিছুই কাজ করছে না।”

হোজ্জা হেসে বললেন, “তুমি তার সঙ্গে ভালো করে কথা বলে দেখতে পারো।”

লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, “গাধার সঙ্গে কথা বলব!?”

হোজ্জা মাথা নেড়ে সম্মতি জানালেন। বললেন, “কখনো কখনো পশুরাও মানুষের ভাষা বুঝতে পারে।”

যদিও হোজ্জার কথা লোকটির ভরসা হলো না; কিন্তু উপায় না পেয়ে সে গাধার কাছে গেলো এবং নরম সুরে গাধার সাথে কথা বলতে লাগল।

লোকটি গাধাকে বোঝাল, গাধাটি যদি তাকে সহযোগিতা করে তাহলে সে তাকে একটি উপহার দিবে।

অবাক কাণ্ড, গাধাটি লোকটির কথা শুনল! সে মাথা নাড়ল এবং ধীরে ধীরে গাড়িতে উঠল।

লোকটি আনন্দে আত্মহারা হয়ে গেল। পরামর্শের জন্য লোকটি হোজ্জাকে ধন্যবাদ জানাল এবং কথামতো গাধাটিকে একটি উপহার দিল।

সেই দিন থেকে লোকটি গাধাটির সঙ্গে সব সময় ভালো ব্যবহার করতে লাগল।