মনে করো, তুমি ক্ষুধার্ত। কীভাবে তুমি বড়দেরকে বিষয়টি জানাবে?সম্ভাব্য উত্তর ১: আমি বলব, “আমার ক্ষুধা লেগেছে। আমাকে একটু খেতে দাও।”সম্ভাব্য উত্তর ২: আমি বলব, “আমার ক্ষুধা লেগেছে।”সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ মনে করো, তোমাকে একটি স্বাস্থ্যকর খাবার মেন্যু তৈরি করতে বলা হলো। তুমি সেই মেন্যুতে কী কী খাবার রাখবে? ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগে তুমি কী করবে? মনে করো, তোমার স্কুলে নতুন কেউ এসেছে (যেমন: শিক্ষার্থী বা শিক্ষক) এবং তাকে বিভ্রান্ত দেখাচ্ছে। এক্ষেত্রে তুমি কীভাবে তাকে সাহায্য করবে? কেউ ভুল করে তোমার ব্লক টাওয়ার ফেলে দিলে তুমি কী করবে?