কেউ ভুল করে তোমার ব্লক টাওয়ার ফেলে দিলে তুমি কী করবে?সম্ভাব্য উত্তর ১: আমি লম্বা শ্বাস নিয়ে গভীরভাবে শ্বাস ছাড়ব এবং নিজেকে শান্ত করব। এরপর আবার টাওয়ার বানাতে শুরু করব।সম্ভাব্য উত্তর ২: আমি তাকে পরেরবার সতর্ক থাকতে অনুরোধ করব।সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ টয়লেট ব্যবহারের পর তুমি কী করবে? বজ্রপাত কেন হয়? পৃথিবী গোল কেন হয়েছে কিন্তু বর্গাকার নয়? চাঁদে কেন পায়ের ছাপ থেকে যায়?