অন্ধকারকে ভয় পেলে ভয় কাটানোর জন্য তুমি কী করবে?সম্ভাব্য উত্তর ১: আমি বাবা-মাকে ডিম লাইট জ্বালিয়ে রাখতে বলব।সম্ভাব্য উত্তর ২: আমি আমার প্রিয় খেলনাটি জড়িয়ে ধরে থাকব।সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ তোমার বন্ধু তোমার সাথে তার খেলনা শেয়ার করলে তুমি কী করবে? মনে করো, তোমাকে একটি স্বাস্থ্যকর খাবার মেন্যু তৈরি করতে বলা হলো। তুমি সেই মেন্যুতে কী কী খাবার রাখবে? মনে করো, তোমার স্কুলে নতুন কেউ এসেছে (যেমন: শিক্ষার্থী বা শিক্ষক) এবং তাকে বিভ্রান্ত দেখাচ্ছে। এক্ষেত্রে তুমি কীভাবে তাকে সাহায্য করবে? মনে করো, তোমার কোনো ভুলের জন্য তুমি লজ্জিত। এক্ষেত্রে তুমি কী করবে?