অন্ধকারকে ভয় পেলে ভয় কাটানোর জন্য তুমি কী করবে?সম্ভাব্য উত্তর ১: আমি বাবা-মাকে ডিম লাইট জ্বালিয়ে রাখতে বলব।সম্ভাব্য উত্তর ২: আমি আমার প্রিয় খেলনাটি জড়িয়ে ধরে থাকব।সম্ভাব্য উত্তর ৩: গান গেয়ে আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করব।সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ মনে করো, তুমি ক্ষুধার্ত। কীভাবে তুমি বড়দেরকে বিষয়টি জানাবে? তুমি কীভাবে তোমার বাগানের ফুলগুলোর যত্ন নিবে? আকাশ নীল কেন? কেউ ভুল করে তোমার ব্লক টাওয়ার ফেলে দিলে তুমি কী করবে?