তোমার বন্ধু কাউকে হিংসা করলে তুমি কী করবেন?সম্ভাব্য উত্তর ১: আমি বন্ধুকে তার গুণাগুণগুলো মনে করিয়ে দিব।সম্ভাব্য উত্তর ২: বন্ধুর সাথে খেলা করে আমি তার মন ভালো করার চেষ্টা করব।সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ অন্ধকারকে ভয় পেলে ভয় কাটানোর জন্য তুমি কী করবে? মনে করো, তোমার স্কুলে নতুন কেউ এসেছে (যেমন: শিক্ষার্থী বা শিক্ষক) এবং তাকে বিভ্রান্ত দেখাচ্ছে। এক্ষেত্রে তুমি কীভাবে তাকে সাহায্য করবে? মনে করো, তোমার কোনো ভুলের জন্য তুমি লজ্জিত। এক্ষেত্রে তুমি কী করবে? পৃথিবী গোল কেন হয়েছে কিন্তু বর্গাকার নয়?