মনে করো, তোমার কোনো ভুলের জন্য তুমি লজ্জিত। এক্ষেত্রে তুমি কী করবে?সম্ভাব্য উত্তর ১: আমি নিজেকে বলব, “It’s OK. এত লজ্জিত হওয়ার কিছু নেই, ভুল মানুষেরই হয়।”সম্ভাব্য উত্তর ২: আমার ভুলের কারণে কারো ক্ষতি হলে আমি তার কাছে ক্ষমা চাইব।সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ চাঁদে কেন পায়ের ছাপ থেকে যায়? ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগে তুমি কী করবে? তুমি কীভাবে তোমার বাগানের ফুলগুলোর যত্ন নিবে? তোমার বন্ধু কাউকে হিংসা করলে তুমি কী করবেন?