টয়লেট ব্যবহারের পর তুমি কী করবে?সম্ভাব্য উত্তর ১: আমি টয়লেট ফ্লাশ করব এবং হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুবো।সম্ভাব্য উত্তর ২: আমার সাহায্যের প্রয়োজন হলে আমি বাবা-মাকে বলব।সম্ভাব্য উত্তর ৩: হাত ধোয়ার পর আমি তোয়ালে দিয়ে হাত মুছবো।সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ কেউ ভুল করে তোমার ব্লক টাওয়ার ফেলে দিলে তুমি কী করবে? মনে করো, তোমার স্কুলে নতুন কেউ এসেছে (যেমন: শিক্ষার্থী বা শিক্ষক) এবং তাকে বিভ্রান্ত দেখাচ্ছে। এক্ষেত্রে তুমি কীভাবে তাকে সাহায্য করবে? বজ্রপাত কেন হয়? মনে করো, তোমার প্রিয় টিভি শো আজকে প্রচার হলো না। তুমি কীভাবে এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াবে?