কেউ তোমাকে কোনো উপহার দিলে তুমি কী করবে?সম্ভাব্য উত্তর ১: আমি তাকে ধন্যবাদ জানাব।সম্ভাব্য উত্তর ২: আমি তাকে বলব, “আমি সত্যিই অনেক খুশি হয়েছি, ধন্যবাদ।”সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ তোমার বন্ধু কাউকে হিংসা করলে তুমি কী করবেন? মনে করো, তোমাকে একটি স্বাস্থ্যকর খাবার মেন্যু তৈরি করতে বলা হলো। তুমি সেই মেন্যুতে কী কী খাবার রাখবে? ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগে তুমি কী করবে? খেলা শেষ হলে তুমি কী করবে?