কাঠুরে ও সাপের গল্প

একদা কনকনে শীতের একদিনে এক কাঠুরে বন থেকে কাঠ কেটে বাড়ি ফিরছিলো। পথে সে একটি সাপ দেখতে পেলো। ঠান্ডায় কাঁপছিলো সাপটি।

কাঠুরের মায়া হলো। সে সাপটিকে বাসায় নিয়ে আসলো এবং চুলার পাশে তার থাকার জায়গা করে দিলো যেনো সে একটু উষ্ণতা পায়।

চুলার তাপে সাপটির শীত নিবারণ হলো এবং সে আগের মতো চাঙ্গা হয়ে উঠলো।

কিন্তু সাপটি কাঠুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো না। বরং রান্নাঘরে থাকা কাঠুরের স্ত্রীকে আক্রমণ করার জন্য বড় করে ফণা তুললো সে।

কাঠুরের স্ত্রী বেশ ভয় পেলো। চিৎকার করে কাঠুরেকে ডাকলো। কাঠুরে দ্রুত তার প্রতিবেশীদের সাহায্য নিয়ে সাপটিকে মেরে ফেললো।

শিক্ষা: অসৎদের সাহায্য করতে নেই