খেলা শেষ হলে তুমি কী করবে?সম্ভাব্য উত্তর ১: আমি আমার খেলনাগুলো খেলনার ঝুড়িতে গুছিয়ে রাখব।সম্ভাব্য উত্তর ২: বাবা-মায়ের হেল্প নিয়ে আমি খেলনাগুলো খেলনার ঝুড়িতে গুছিয়ে রাখব।সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ চাঁদে কেন পায়ের ছাপ থেকে যায়? মনে করো, তুমি প্রাণীদের সম্পর্কে জানতে চাচ্ছো। এক্ষেত্রে তুমি কী করবে? মনে করো, তোমার কোনো ভুলের জন্য তুমি লজ্জিত। এক্ষেত্রে তুমি কী করবে? আকাশ নীল কেন?