কোথাও আগুন দেখলে তুমি কী করবে?সম্ভাব্য উত্তর ১: আমি দ্রুত বড়দের কাউকে বিষয়টি জানাব।সম্ভাব্য উত্তর ২: আমি দ্রুত সেখান থেকে দূরে কোথাও সরে যাব।সম্ভাব্য উত্তর ৩: সম্ভব হলে ৯৯৯-এ কল দিয়ে আমি আগুনের ব্যাপারে জানাব এবং সাহায্য চাইব।সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ মনে করো, তোমার কোনো ভুলের জন্য তুমি লজ্জিত। এক্ষেত্রে তুমি কী করবে? কেউ তোমাকে কোনো উপহার দিলে তুমি কী করবে? অন্ধকারকে ভয় পেলে ভয় কাটানোর জন্য তুমি কী করবে? তোমার বন্ধু কাউকে হিংসা করলে তুমি কী করবেন?